নিজস্ব প্রতিবেদক
আর মাত্র একদিন পরেই প্রথম বারের মত ভোটাভুটির মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ত্রি বার্ষিক এই নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন ৩ জন। তাদের মধ্যে অন্যতম হলেন বারইয়ারহাট পৌর বাজারের প্রবীণ ব্যবসায়ী সর্বজন পরিচিত শামীম জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব শাহাব উদ্দিন। তিনি ছাতা প্রতিকে নির্বাচন করছেন। আগামী শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ব্যবসায়ীদের কাছে তার বেশ পরিচিত ও সুমান রয়েছে। অনেকে আশা করছেন তিনি সভাপতি পদে জয়ী হবেন। তার ভোট চেয়ে ঘুরছেন আত্মীয় স্বজনও। তবে শনিবার ফলাফল দেয়া পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে হবে শাহাব উদ্দিনের সমর্থকদের।
নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আলহাজ্ব শাহাব উদ্দিন মিরসরাই টাইসম ডটকমকে বলেন, বারইয়ারহাট পৌরসভায় আমি দীর্ঘ সময় ধরে স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। কোন দায়িত্বে না থাকলেও সব সময় ব্যবসায়ীদের পাশে ছিলাম। ব্যবসায়ীদের অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি ভোটাররা আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবে ইনশাআল্লাহ।