বিএনপি নেতা ড.এমএম এমরান চৌধুরীর মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার বিএনপি নেতা ও ঢাকার মধুমতি গোল্ডহিল সিটি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এমরান চৌধুরীর মাতা রাশেদা খাতুন চৌধুরী (১০৫) ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে…রাজেউন। বুধবার বিকাল ৫টায় ঢাকা ধানমন্ডি আনোয়ার খান মডর্ন হসপিটালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনীত রোগে ভূগছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) যোহরের নামাযের পর উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের চৌধুরী বাড়ীর সামনের মাঠে মরহুমার নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। তিনি চৌধুরী বাড়ীর আবুল হোসেন চৌধুরীর স্ত্রী।


নামাযের জানাযায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিষ্কৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক দেলোয়ার হোসেন, বসুন্ধরা গ্রæপের নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক নুরুল আবছার, মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহŸায়ক দিদারুল আলম মিয়াজী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি সাংবাদিক নুরুল আলম, ধুম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউল আলম মানিক, সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মামুন সহ প্রমুখ।
জানা গেছে, রাশেদা খাতুন চৌধুরী ১৯১৭ সালে ফেনী জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের মুন্সীর হাট চৌধুরী বাড়ীতে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা মরহুম আব্দুল ওয়াদুদ চৌধুরী তৎকালীন উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন। তার আপন ফুফু ছিলেন নবাব ফয়জুন্নেছা। ১৯৩৭ সালে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা আবুল হোসেন চৌধুরীর সাথে বিবাহ সুত্রে আবদ্ধ হন তিনি। দাম্পত্য জীবনে তার এক ছেলে এক মেয়ে। মেয়ে ফাতেমা সাহিদা খাতুনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বসুন্ধরা গ্রæপের প্রতিষ্ঠাতা পরিচালক ফেনীর ফুলগাজী উপজেলার ব্যবসায়ী শহিদুল্লাহ পাটোয়ারী। ছেলে ড.এম এম এমরান চৌধুরী রাজনীতির পাশাপাশি একাধিক গবেষণামুলক বই প্রকাশ করেন। এছাড়া তিনি মধুমতি মডেল টাউন তথা মধুমতি গোল্ডহিল সিটি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*