নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক লায়ন আসলাম চৌধুরী মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত আসলাম চৌধূরীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাঁধাদানের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে তাৎক্ষনিক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ন-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু , সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধূরী, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, উত্তর জেলা যুবদল সাধারন সম্পাদক সোলায়মান মন্জু , উত্তর জেলা জাসাস সাধারন সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, মুক্তি পরিষদের নেতা হাসান জসিম ও রিজভী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক জসিম উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন মোরসালিন।