নিজস্ব প্রতিনিধি
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান ক্লিফটন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডিএম মহিউদ্দিন চৌধুরী। নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭টি পদ। বাকি দুটি পেয়েছে ফোরাম। মহিউদ্দিন চৌধুরী ফোরাম প্যানেল থেকে ঢাকা-চট্টগ্রাম সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজিএমইএ এর পরিচালক নির্বাচিত হন।
গত রবিবার বিজিএমইএ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।
এদিকে পরিচালক পদে মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ক্লিফটন গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী। মঙ্গলবার মিরসরাই এসোসিয়েশন এর দাতা সদস্য, ভবন নির্মাণ কমিটির আহবায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি লায়ন তাহের আহমদ, সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুছ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এজেডএম সাইফুল ইসলাম টুটুল ও কার্যনির্বাহী সদস্য এহছানুল আজিম লিটন। এছাড়াও মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন তাকে অভিনন্দন জানান।
