বিজয় দিবসে করেরহাট ইউনিয়নে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক…

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের উদ্যোগে ১৬ ডিসেম্বর (শুক্রবার) দিনব্যপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন।

 

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কবির আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান খায়রুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, প্রদীপ চক্রবর্তি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন, সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, শফি মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি হেদায়েত উল্লাহ, যুবলীগ নেতা তাইফ উদ্দিন, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ্রগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্যোক্তা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত এসব কর্মসূচির আয়োজন করেছি। প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌছে দিতে এসব কর্মসূচি মূখ্য ভূমিকা রাখবে।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*