বিদায়ী অনুষ্ঠানে কাঁদলেন, কাঁদালেন শিক্ষা অফিসার গোলাম রহমান

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার সদ্য বিদায়ী শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছেন উপজেলার ১৯১ স্কুলের শিক্ষকরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনায় প্রধান শিক্ষক নাছিমা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, শিক্ষক নেতা মফিজুল ইসলাম, তেতৈয়া নবতারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিটু নাথ, উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন রানা, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাইফুদ্দীন মীর শাহীন, নুরুন নবী, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান শাহীন প্রমুখ।
প্রসঙ্গতঃ গোলাম রহমান চৌধুরী ২০১৪ সালের ১৪ জুলাই মিরসরাইয়ে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। ২০১৯ সালে তিনি চট্টগ্রাম বিভাগ ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*