
নিজস্ব প্রতিনিধি
বিনাপ্রতিদ্বন্ধিতায় মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আলা উদ্দিন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মনোয়ন প্রত্যাহরের শেষ দিন ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন আরিফ তাঁর মনোনয়ন প্রত্যাহার করায় এম আলা উদ্দিন একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে মনোনয়ন প্রত্যাহার করেন অপর প্রার্থী সালাহ উদ্দিন আহম্মদ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ইসমত আরা। প্রসঙ্গত আগামী ১৮ মার্চ মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল।