বড়তাকিয়ায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত, দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু


নিজস্ব প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের মিরসরাইয়ে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুরে মিরসরাইয়ে বড়তাকিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও লাইনচ্যুত বগিকে রেখে প্রায় ২ দুই ঘণ্টা মেরামত শেষে পণ্যবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম গুড়স পোর্ট ইয়ার্ড থেকে ৮০১ পণ্যবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ট্রেনটি মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। পরবর্তীতে মেরামত শেষে লাইনচ্যুত ওই বগিকে রেখেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

বগি লাইনচ্যুত হলেও ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি দাবি করে বিভাগীয় পরিবহন কর্মকর্তা বলেন, ‌‘অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল সচল ছিল।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*