বড়তাকিয়া গ্রুপ জাতীয় ব্লাইন্ড টি-২০ ক্রিকেট শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক…

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে বড়তাকিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে জাতীয় ব্লাইন্ড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

বুধবার (১১ জানুয়ারি) সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিসিবি সহ-সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি থাকবেন বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।

টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স আপ যশোর, কক্সবাজার, ঢাকা, নরসিংদী ও খুলনা। দলগুলো ২ গ্রুপে অংশ নেবে। টুর্নামেন্টে থাকছে সাতটি ম্যাচ।

বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়রা চট্টগ্রামের সাগরিকা মহিলা কমপ্লেক্স ও বিকেএসপি হোস্টেলে অবস্থান করবেন।

এ টুর্নামেন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে ছয় লাখ টাকা। এর মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপ পাঁচ লাখ টাকা দেবে। বাকি অর্থ সংগঠনের তহবিল থেকে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল), সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, প্রবীন কুমার ঘোষ ও ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*