বয়লার বিস্ফোরণে নিহত মিরসরাইয়ের তিন জনের পরিবারকে মানবাধিকার কমিশনের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরে বয়লার বিস্ফেরণে নিহত মিরসরাইয়ের ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা। শুক্রবার (৪ আগষ্ট) সকালে নিহত ৩ বয়লার অপারেটর আবদুস সালাম, মনসুরুল হক ও আরশাদ চৌধুরীর পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা তুলে দেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

এসময় উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা নির্বাহী সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন বাহার, সাংবাদিক এম মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক নাজমুল হাসান প্রমুখ।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মানবাধিকার কমিশন সব সময় মানবতার জন্য কাজ করে আসছে। নিহদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আমরা মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছি। তার ফলশ্রুতিতে মামলা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান সহায়তা এবং তাদের ছেলে-মেয়েদের পড়াশোনা ও চাকুরীর দায়িত্ব নিয়েছে মালিক পক্ষ ।
প্রসঙ্গত, গত ৩ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণে ১৩ জন বয়লার অপারেটর ও শ্রমিক নিহত হয়েছে। তাদেও মধ্যে ৩ জনের বাড়ি মিরসরাই উপজেলার কাটাছরা ও ইছাখালী ইউনিয়নে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*