
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ফেরদৌস হোসেন আরিফ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়পত্র জমাদানের বিষয়ে ফেরদৌস হোসেন আরিফ জানান, আমি সারাটা জীবন আওয়ামীলীগের রাজনীতির জন্য মেধা শ্রম দিয়ে গেছে। মিরসরাইয়ের জনগনের সব রকমের সুখ দুঃখের সাথী হিসেবে ছিলাম। আমার সমর্থকদের দাবির কারনে মনোনয়ন পত্র দাখিল করেছি। আগামীদিনেও তাদের জন্য কাজ করে যাবো।