ভূমিকম্পে কেঁপে উঠলো মিরসরাইসহ বিভিন্ন স্থান

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাই উপজেলা সহ সারাদেশে মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে ত্রিপুরায়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন।

ঢাকা, সিলেট, রংপুর, সাভার ও কিশোরগঞ্জসহ দেশের বেশিরভাগ জায়গায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এখনো জানা যায়নি।

জানা গেছে, ভূমিকম্পে জামালপুর প্রচণ্ডভাবে কেঁপে উঠে। সেখানকার মেলান্দহ থানার গৃহবধূ হেলালী বেগম জাগো নিউজকে ফোন করে বলেন, এমন ভূমিকম্প খুব কম দেখেছি। ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কাঁপনের চোটে হোঁচট খেয়ে পড়ে যাই।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*