
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের এক গরীব মেয়ের বিয়েতে অনুদান দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ’আদর্শ গ্রাম শেখটোলা’। গত ১৮ জানুয়ারি মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের এক গরীব মেয়ের বিবাহের জন্য এলাকাবাসী ও গ্রামের একদল তরুণের উদ্যোগে গঠিত “আদর্শ গ্রাম শেখটোলা” অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়। প্রায় এক সপ্তাহ সময় ব্যায়ে দেশী-বিদেশী সদস্যদের অনুদান মেলে ৩৪ হাজার ১ শত ৬০ টাকা। সংগৃহিত টাকা মেয়ের অভিভাবক বড় ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। টাকা সংগ্রহের ক্ষেত্রে গ্রুপের এডমিন মেহেদী, একরামুল হক ও তপু সক্রিয় ভূমিকা পালন করে। এছাড়া রানা, হাসান, মহসীন, ইয়াসমিন, শামসুদ্দীন, ইমতিয়াজ, বাবলুও অসামান্য অবদান রাখেন।