মঘাদিয়ায় দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ


নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মঘাদিয়ায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ( ৩১ মার্চ) সকালে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যােগে ও এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জসীম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সহ-সভাপতি মফিজ মাষ্টার, আব্দুল্লাহ আল হালিম, আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, দ্বীল মোহাম্মদ, মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর আলম, আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র নাথ সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।


প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দিন তাঁর বক্তেব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামের মা-বোনদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেয়া হচ্ছে। তারা সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে আগামীতে মিরসরাইয়ে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগরে চাকরী করবে। নারীরা আর পিছিয়ে থাকবে না। তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিত আরো খারাফ হচ্ছে, গত বছর মঘাদিয়ায় সংক্রমণ রোধে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন অতন্দ্র প্রহরীর কাজ করেছে। সে দিন-রাত পরিশ্রম করেছে। তা সত্যি প্রশংসার দাবী রাখে। এখন পরিস্থিতি আরো খারাফের দিকে যাচ্ছে তাই সকলকে সচেতন থাকার আহবান জানান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*