মুহাম্মদ ফিরোজ মাহমুদ, মিরসরাই
মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্দোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ এপ্রিল) মঘাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচী আয়োজন করা হয়। চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল লিমিটেড ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী সহযোগীতা করেন। সকাল দশটায় বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার এর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ ইসমাঈল খান।
বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের এমডি অধ্যাপক ডাঃ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের অর্থো বিভাগের এমএস, ডি অর্থ ডাঃ এটিএম রেজাউল করিম প্রমুখ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্য চিকিৎসা সেবা কর্মসূচিতে ১৪শত জনেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা, ব্যবস্থা পত্র ও ঔষধ বিতরণ করেন। চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মুখে ফুটে উঠে তৃপ্তির হাসি। চিকিৎসা সেবার শুরু থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষকে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে দেখা যায়।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সাথে আলাপকালে তিনি বলেন, আমার ১১নং ইউনিয়ন পরিষদ আত্নমানবতার সেবাই সর্বদা কাজ করে যাচ্ছে, আমরা অসহায়, হতদরিদ্র মানুষের সেবাই কাজ করে যাচ্ছি, এসব কার্যক্রম চলমান থাকবে।
চিকিৎসা প্রদান করেন চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল লিমিটেড এর বিশেষজ্ঞ ডাঃ যথাক্রমে, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মেহেদী হাসান, সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রেজাউল করিম, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ মামুন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ ইকবাল মাহমুদ, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ রেশমা ফিরোজ, ডাঃ সায়মা আলম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ এনামুল কবীর তানভীর, ডাঃ মাহফুজ জিকু, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আহসানুল হক চৌধুরী ডাঃ মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।