মঘাদিয়া ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র ও অসহায় ৩৫০ পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সকালে মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।


মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) সাইফুল্লাহ মজুমদার, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাষ্টার।
এসময় আর উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী মামুনুর রশীদ, ইউপি সদস্য, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
নগদ অর্থ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করে আসছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশবাসীকে অভয় ও সব ধরনের সরকারি সহযোগিতা দিয়ে এসব দুর্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের সব ধরনের সরকারি ভাতা চালু রেখে সরকার কর্মহীন, অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।


মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ৭বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আপনাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, এখন করোনার খুব ভয়াবহ সময় যাচ্ছে। আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। সব সময় মাস্ক ব্যবহার করবেন।
ছবির ক্যাপসনঃ মিরসরাই মঘাদিয়া ইউনিয়নের দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন অতিথিবৃন্দ।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*