
নিজস্ব প্রতিনিধি
আজি হতে শতবর্ষ পরে/কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি/ কৌতূহলভরে–/ আজি হতে শতবর্ষ পরে। কবিগুরুর সেই অমর কবিতাখানির মতো শতবর্ষ পরে প্রানের বিদ্যালয় ক্যাম্পাসে শতবর্ষ অনুষ্ঠানের মিলিত হয় মিরসরাই উপজেলার মসজিদিয়া জব্বারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরোনো দিনের সেই কথাগুলো রঙিন শৈশবের কথা মনে পড়ে উদ্বেলিত হয় সকলে। ১৯১৮ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপন উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিকথন, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন পরিষদ এর সভাপতি এমডি এম মহি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন পরিষদ সম্পাদক মাহফুজুল হক ও সাইফ উদ্দিন ফরহাদ এবং রোকসানা আক্তার লিপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লিফটন গ্রুপ এর চেয়ারম্যান এমডি. এম কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর এ. জে. এম শহিদুল্লাহ্, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী ইমাম উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম সহ প্রমুখ। অনুষ্ঠানের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিকথন, সহ বিভিন্ন গুণীজন ব্যাক্তিবর্গকে সংবর্ধিত করা হয়।