নিজস্ব প্রতিনিধি:
মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের অধীনে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকালে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শরীফুজ্জামান, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মেজর রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চেয়ারম্যান নুরুল মোস্তফা, এমরান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি’র একদল চৌকষ ক্যাডেট অতিথিদের গার্ড অফ অনার প্রদান করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনসিসি প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান তরুণ সমাজ মাদক, সন্ত্রাস সহ নীতিবাচক কাজ থেকে দূরে থাকবে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে বিএনসিসির সদস্যরা অগ্রণী ভূমিকা রাখে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কোর্স চালু করার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।