‘মানবতার তরী’র উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার তরী’র উদ্যেগে সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে ২৭০ পরিবারের কাছে এসব ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়। ইফতার সামগ্রী মধ্যে রয়েছে চাল, পেঁয়াজ, আলু, ছোলা, চিনি, চিরা, তেল ও ডেটল সাবান।

ইফতার সামগ্রী বিতরণে সহযোগীতা করেছেন আক্তার হোসেন, মতিন, রিগা, হেদায়েত, রাফসান, আইয়ুব খান, শামীম ও প্রবাসী মমিনুল ইসলাম ডালিম, নুরুদ্দিন, ওমান প্রবাসী রিয়াদ।

সার্বিক তত্ত্বাবধানে থাকা ফখর উদ্দিন পারভেজ বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষজন অনেক কষ্টে জীবন যাপন করছে। তার উপর পবিত্র মাহে রমজান সন্নিকটে। তাই আমাদের মানবতার তরী সংগঠনের উদ্যেগে এলাকার কয়েকজন বন্ধু, বড়ভাই ও কয়েকজন প্রবাসী ভাইয়ের সহযোগীতায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। রমজান মাসে এতিমদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*