
নিজস্ব প্রতিনিধি
স্বামী সন্তানকে নিয়ে কোনমতে চলছিলো বিবি আছমার (৩০) সংসার। দিন মজুর স্বামী যা আয় করেন তা দিয়ে খেয়ে-না খেয়ে সুখে ছিলেন তারা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কিছুদিন পূর্বে হঠাৎ করে কিছু বুঝে উঠার আগেই তার শরীরের একটা সাইড (বাম হাত-বাম পা) প্যারালাইজড হয়ে গেছে। নড়াচড়া করতে পারছেনা, পারছেনা কোলের বাচ্চাকে দুধ পান করাতে। অসহায় ও হতদরিদ্র স্বামীর উন্নত চিকিৎসা তো দুরের কথা প্রাথমিক চিকিৎসাও সম্ভব হচ্ছে না।

নিষ্পাপ দুটি বাচ্চার দিকে তাকালে যে কারো অশ্রু গড়াবে। আছমা তাঁর অবুঝ বাচ্চাদের জন্য বাঁচতে চায়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে চায়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে স্ত্রী আছমার চিকিৎসা করাতে সহযোগীতা চান স্বামী মফিজুর রহমান। বিবি আছমার বাড়ি মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক এলাকায়। এই বিকাশ নম্বরে সাহায্যে পাঠাতে পারেন ০১৮১১৬৫০৯২৩ (পার্সেনাল) নোমান আছমার আত্মীয়।
