নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে হাউজ ভিত্তিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) আবুতোরাব বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সৌজন্যে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল। ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, মায়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ উল্লাহ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আবুল হোসেন বাবুল তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধ উদ্দীপ্ত করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় মেনে নেওয়ার মাধ্যমে উন্নত মানসিকতা তৈরি হয়। তিনি আরো বলেন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। একজন ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশই পরিপূর্ণ শিক্ষা। শুধু পুঁথিগত বিদ্যা ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ করতে পারে না। প্রয়োজন খেলাধুলার। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধ উদ্দীপ্ত করে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।