নিজস্ব প্রতিনিধি:::
মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিঠাছরা বাজারে বুধবার বিকাল ৫টায় মিশেল ডিজিটাল অ্যাভিনিউ শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবি, সংগঠক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। ওইদিন মিঠাছরা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সাবেক সহ-কারী অধ্যক্ষ মাওলানা আব্দুল বাকী নিজামীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিশেল ডিজিটাল অ্যাভিনিউর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিশেল ডিজিটাল অ্যাভিনিউর স্বত্বাধিকারী এনায়েত হোসেন মিঠুর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল হক, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক এম মাঈন উদ্দিন, আবু সাঈদ ভূঁইয়া, মিঠাছরা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আসগর হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মিঠাছরা আল আমিন ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী মো. হাসান, আনিস এগ্রোর স্বত্বাধিকারী আনিস মোর্শেদ, রফিকুল মোমিন, পিয়া অটো-ব্রিকস লিমিটেডের এর মহা-ব্যবস্থাপক রেজাউল করিম রাজু, মহা ব্যবস্থাপক (অপারেশন) সুশান্ত বড়–য়া, প্রকৌশলী তারেক, সমাজ কর্মী মনিুরুল ইসলাম।
মিশেল ডিজিটাল অ্যাভিনিউর স্বত্বাধিকারী এনায়েত হোসেন মিঠু জানান, এখানে ভিশন, সিঙ্গার, ইউনিটেক, স্যামসাং, মার্সেল, এলজি, ওয়ালটনের ইলেকট্রনিক সামগ্রী এবং বিখ্যাত শাইনপুকুর সিরামিকের ক্রোকারিজ সামগ্রী সূলভ মূল্যে পাওয়া যাবে।
