মিঠাছড়ার ঘড়িয়াইশে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সয়ংক্রিয় পদ্ধতিতে ইট তৈরির বিকল্প নেই


নিজস্ব প্রতিবেদক…

‘সয়ংক্রিয় মেশিনে খনিজ বালি ও ভিটে বালির মিশ্রণে সারা দেশে ইট তৈরি হলে কৃষিজমির টপ সয়েল বাঁচবে। এতে জমির উর্বরতা ঠিক থাকবে। ফলে দেশের কৃষিজমিগুলো সুরক্ষা পাবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সয়ংক্রিয় পদ্ধতিতে ইট তৈরির বিকল্প নেই। বর্তমান সরকার অটো ব্রিকস্ ইন্ডাষ্ট্রিগুলোকে পরিবেশ বান্ধব গ্রীণ প্রজেক্ট হিসেবে অর্থায়ন করছে।’

শুক্রবার বেলা ২টায় চট্টগ্রামের মিরসরাইয়ে পিয়া অটো ব্রিকস্ লিমিটেড নামের একটি সয়ংক্রিয় ইট কারখানা নির্মাণ কাজের উদ্বোধনকালে সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বালি ও পলিমাটি মিশ্রণে তৈরি ইট সাধারণ ইটের চেয়ে অধিক টেকসই এবং সময়োপযোগী। আমি পিয়া অটো ব্রিকস্ লিমিটেড এর এ উদ্যোগে বেশ খুশি হয়েছি। আশা করছি আগামীতে সমগ্র দেশে সনাতনী পদ্ধতি পরিহার করে ইট তৈরিতে ব্যবহার হবে সয়ংক্রিয় পদ্ধতি।’

 

ওইদিন উপজেলার সদর ইউনিয়নের ঘড়িয়াইশ গ্রামে পিয়া অটো ব্রিকস্ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কারখানার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চক্রবর্তী, পিয়া অটো ব্রিকস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব ও মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*