মিরসরাইয়ে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলছে ১৬ ইউপিতে ভোটগ্রহণ

::টাইমস রিপোর্ট::
মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৪৪ টি ওয়ার্ডে চলছে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য আসনে ভোটগ্রহন।

সকাল ১০টায় খৈয়াছড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডে দেখা যায় ভোটারবিহীন শূণ্য ভোটকেন্দ্র। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বশির আহম্মদ সর্দার জানান, এ কেন্দ্রে ৩৬০০ ভোটের মধ্যে সকাল ১০ টা পর্যন্ত ৪০০ ভোট কাস্ট হয়েছে।


সকাল সাড়ে ১০টায় খৈয়াছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও ভোটারদের উপস্থিতি ছিলো ভালো। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজিমুজ্জামান জানান, এ কেন্দ্রের ২১৩৪ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৮০১ টি ভোট কাস্ট হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। মানুষ নৌকা প্রতিকে উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে।
এ ওয়ার্ডের ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী আবু বকর সিদ্দিক অভিযোগ করেন তার প্রতিদ্বন্দি প্রার্থী নুরুল আমিনের লোকজন জোরপূর্ব ব্যালট ছিনিয়ে নিয়ে তালা প্রতিকে ভোট দিচ্ছেন।

খৈয়াছড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকের (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরি সকাল ১১ টায় নিজ কেন্দ্রে ভোট দিতে আসার সময় হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন কেন্দ্রে আসার পথে, তার গাড়িতে আমলা করে নৌকা প্রতীকের লোকজন, এতে তার ছেলে, বোন, ভগ্নিপতি, ছোট ভাইয়ের বউ আহত হয়েছে।

ভোট দিতে এসে দেখেন নৌকা প্রতীকের
সবগুলো ব্যালটে আগে থেকে সিল মারা। এ ঘটনায় তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষনা দেন।

১০নং মিঠানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজিম উদ্দিন অভিযোগ করেন তার প্রতিদ্ধন্দি প্রার্থি আব্দুল মজিদ তার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেন।
১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী রবিউল হোসের রণি অভিযোগ করেন তার প্রতিদ্বন্দি প্রার্থি তালা প্রতীকের আলাউদ্দিন মেম্বারের লোকজন তার ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে। এছাড়াও তার কর্মীদের মারধরের অভিযোগ করেন তিনি।

৯ নং মিরসরাই সদর ইউনিয়নের মোরগ প্রতিকের মেম্বার প্রার্থী মোঃ হানিফ তার প্রতিদ্বন্দি প্রার্থী তালা প্রতিকের নজরুল ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*