মিরসরাইয়ের অলিনগর থেকে অর্ধকোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক…
মিরসরাইয়ে প্রায় অর্ধকোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তি করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার একটি বাড়ি থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ি ফেনী জয়লস্কর বিজিবি ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ২০ বস্তায় ৯৮৭ পিছ শাড়ি রয়েছে। যার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা। এই ঘটনায় আজ (রবিবার) মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

বিজিবির অলিনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পশ্চিম অলিনগর এলাকার প্রবাসী জয়নাল আবেদীনের বাড়ির আঙিনা থেকে শাড়িগুলো উদ্ধার করেছি। তবে শাড়িগুলো কে রেখে গেছে এই বিষয়ে কিছু বলতে পারেনি ওই বাড়ির মালিক। আমরা এখন শাড়ি পাচারের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। স্থানীয় এক আওয়ামীলীগ নেতা সহ কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে।

উল্লেখ্য, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকা বাংলাদেশ ভারত-সীমান্ত এলাকা হওয়ায় প্রতিনিয়ত ভারতীয়, শাড়ি, মাদকদ্রব্য সহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*