নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও দপ্তর বিষয়ক সম্পাদক মকসুদ আলমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে এঘটনা ঘটে। এসময় হামলাকারীদের হামলায় তার স্ত্রী লায়লা বেগম আহত হয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও দপ্তর বিষয়ক সম্পাদক মকসুদ আলম জানান, গতকাল রাতে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে আজমনগর গ্রামের জিয়া ও আহম্মদ উল্ল্যার ছেলে মোতালেবের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে তার বসত বাড়িতে হামলা চালায়। হামলায় তার বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা বসত ঘরের টিন ও বেড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। এসময় তার স্ত্রী আহত হয়।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের আজমনগর গ্রামের ১ নম্বর ওয়ার্ডে সদস্য মো. শাহজাহান জানান, হামলাকারী কয়েকজন মকসুদের আত্মীয় হয়। কয়েক দিন আগের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মকসুদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে তার বসত বাড়িতে হামলা করে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ফারুক ও নবীকে আটক করে গণধোলাই দেয়। পরে তারা কৌশলে পালিয়ে যায়। হামলাকারী ওল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন জানান, তিনি বর্তমানে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন। বিষয়টি তিনি শুনেছেন।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, মারামারি ও হামলার ঘটনায় পক্ষে বিপক্ষে মামলা ও অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।