মিরসরাইয়ের আবুতোরাবে জমে উঠেছে স্বাধীনতা মেলা


মুহাম্মদ ফিরোজ মাহমুদ

জমে উঠেছে ১৫দিন ব্যাপী মিরসরাই স্বাধীনতা মেলা। উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠ লোকে লোকারন্য। স্বাধীনতা মেলার ৭ম দিন গত বৃহস্পতিবার প্রতিদিনের মত সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় খইয়াছরা উচ্চ বিদ্যালয়। শিক্ষক প্রবাল ভৌমিকের সঞ্চালনায় স্কুলে শিক্ষার্থীরা নেচে-গেয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। এসময় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির মহাসচিব চেয়ারম্যান কবির নিজামী, আওয়ামীলীগ নেতা নুরুল গনি, তোফায়েল উল্লাহ নাজমুল।


আলোচনা সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের যুগ্ম সচিব, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নেতা জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।


সাইফুল ইসলাম ও সহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ মোহাম্মদ ইছা মিঞা। বক্তব্য রাখেন মহাকবি কাইয়ুম নিজামী, মিরসরাই ডিগ্রী কলেজের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দিন কাশ্মীর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলী,

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নেতা মকবুল আহাং, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার বশির আহাহম্মদ, ওচমানপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক মাষ্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ রিপন, জাহাঙ্গীর আলম, মিরসরাই নাবিক কল্যান সমিতির উপদেষ্টা মোঃ ইউনুছ, চট্টগ্রাম নাবিক সমবায় সমিতির সাধারন সম্পাদক রেজাউল করিম।


আলোচনা শেষে খাগড়াছড়ি আদিবাসী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংষ্কৃতিক আয়োজনের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান এম এ আলা উদ্দিন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*