মিরসরাইয়ের ইছাখালীতে বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মান না করতে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছালখালী এলাকায় একটি বিরোধপূর্ণ জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণ না করতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। গত ১১ জুন ওই জায়গা নিয়ে আদালতে একটি মামলা দায়ের করায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের উত্তর ইছাখালী মৌজার আর.এস ৪৫১১ নং খতিয়ানের আর.এস ১০৪২১/১০৪২৩/১০৪২৪ দাগের আন্দরের সামিল বি.এস ২৬৪৭ নং খতিয়ানের বি.এস ১০৫৩৯/১০৫৪২/১০৫৩৬ দাগের আন্দর ১৪.২৫ শতক ভিটা নিজস্ব মালিকানাধীন জায়গা নিয়ে মাওলানা আবু জাফর, নুরুল ইসলাম ও রবিউল হোসেনের সাথে আহসানুল কবিরের বিরোধ চলে আসছিলো। আহসানুল কবির বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নুরুল ইসলাম গংদের জায়গা দখলের পাঁয়তারা করে। এমতবস্থায় নুরুল ইসলাম বাদি হয়ে গত ১১ জুন আহসানুল কবিরের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর প্রেক্ষিতে ১২ জুন জোরারগঞ্জ থানার এস আই মোঃ সাইফুল ইসলাম বাদি-বিবাদি উভয় পক্ষের কাছে নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে বিরোধপূর্ণ জায়গা নিয়ে করা মামলা নিস্পত্তি না হওয়ায় পর্যন্ত ওই তফশিলভূক্ত সম্পত্তিতে কোন ধরনের স্থাপনা নির্মাণ, কোন প্রকার খনন, পরিবর্তন, পরিবর্ধন করা যাবেনা।

এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে আমি মামলা বাদি ও বিবাদিকে নোটিশ প্রদান করেছি। নোটিশে উল্লেখ শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষ মামলা চলাকালীন সময়ে কোন স্থাপনা নির্মাণ ও কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন করতে পারবেনা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*