শাফায়েত মেহেদী
মিরসরাইয়ে এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকদলদহ দামপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার রাতে দামপাড়ার আব্দুল লতিফ সারেং বাড়ির মৃত শফি চৌধুরীর পুত্র সাহেদের ৪টি, মোহাম্মদ মিয়া বাড়ির হাজ্বী মোস্তফার ১টি ও আলম ডাক্তার বাড়ির মৃত একরামুল হকের একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরিকৃত গরুর মুল্য প্রায় ৪ লাখ টাকা।
এই বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, আমি গরু চুরির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শক করেছি। যেভাবে চারিদিকে খোলা একটি ঘরে গরু রেখেছে তা ঠিক হয়নি। আবদ্ধ ঘরে গরুগুলো রাখা উচিৎ ছিলো। এই বিষয়ে বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করবো।