মিরসরাইয়ের ওয়াহেদপুরে দুই বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকা লুট


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে একই রাতে দুই বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার মোঃ ইলিয়াছ ও কমলদহ এলাকার রেজাউল করিম সবুজের বাড়ি ওই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণালংকার, মোবাইল সেট, আসবাবপত্র ও নগদ টাকা নিয়ে যায়। রেজাউল করিম সবুজ জানান, সোমবার রাতে তাঁর ঘরের ছাদের উপরে সিঁিড়র কক্ষ দিয়ে তালা ভেঙ্গে ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে। এরপর ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে বেঁধে আলমিরা ভেঙ্গে ৩ ভরি র্স্বণালংকার, বিভিন্ন কোম্পানী ও মডেলের ৬টি মোবাইল সেট, ৮টি কম্বল, ১০টি তাওয়েল, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। একই রাতে উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মোঃ ইলিয়াছের ঘরে দরজার তালা ভেঙ্গে মুখোশধারী ৬-৭ জনের ডাকাতদল ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ হাজার টাকা, মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।


ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নন্বর ওয়ার্ডের সদস্য আহসান উল্যাহ ভূঁইয়া ডাকাতির সত্যতা নিশ্চিত করেন। তবে চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ডাকাতির বিষয়ে কিছু জানেন না বলে জানান।
মিরসরাই থানা পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, ডাকাতির বিষয়ে তারা কিছু জানেন না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*