মিরসরাইয়ের ওয়াহেদপুরে ৪শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে বিনামূল্যে ৪শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার ( ১১অক্টোবর) দিনব্যাপী চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা ও বৃরোপন কর্মসূচি পালন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব মিরসরাই, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু, লিও ক্লাব অব চিটাগং হিলভিও, লিও ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যেগে ও মধ্যম ওয়াহেদপুর শতাব্দী ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এইসব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উপদেষ্টা লায়ন হাছিনা খান এম জে এফ, লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর উপদেষ্টা লায়ন জিনাত কোমর রিটা, লায়ন রুনু বিলকিস, লায়ন রাশেদা আক্তার মুন্নি, লায়ন তছলিম, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর সদস্য লায়ন ইন্জিনিয়ার আশরাফ হোসেন সোহেল, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ ভূঁইয়া, ওয়াহেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার, শতাব্দী ক্লাবের উপদেষ্টা ডা. লিটন চন্দ্র নাথ, খাজজাহান আলী, সাইদুল হক, সংগঠনের সভাপতি সাংবাদিক এম মাঈন উদ্দিন, সহসভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রণি ভৌমিক, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র প্রতিষ্ঠাকালীন সভাপতি লিও রাজীব চন্দ্র দাশ, লিও ক্লাব অব চিটাগং হিলভিউর সভাপতি লিও নুপুর দাশ, লিও আরিফ লিও নয়ন লিও সুজন বাপ্পি, লিও সৈকত চোধুরী,লিও সৈকত মুজুমদার লিও বাবু, শতাব্দী ক্লাবের নির্বাহী সদস্য সুমন বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক এস এন সবুজ, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক রাইহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ কায়সার এমিল, ক্রীড়া সম্পাদক রিয়াদ হোসেন।

যারা কার্যক্রম সফল করতে যারা সহযোগীতা করেছেন জহির উদ্দন সৈকত, রাখাল ভৌমিক, আরিফ হোসেন, মন্টু ইলেকট্রিক, ইমতিয়াজ উদ্দিন, সাইদুর রহমান রিংকু, আসিফ হোসেন, আবুল বশর রাসেদ, সরোয়ার হোসেন, সাব্বির, তোফাজ্জল হোসেন হৃদয়, নকিব খান, সাইদু্ল ইসলাম, শাহদাত হোসেন, মামুন, শাকিল, মোশারফ হোসেন, একরাম হোসেন, আতিকুল ইসলাম, মোমিনুল ইসলাম, পারভেজ হোসেন হৃদয়, আবু তৈয়ব জিসান, ফারুক হোসেন, শামীম হোসেন, রাহিম, রাকিব উদ্দিন, মুসলিম উদ্দিন বাদশা প্রমুখ।

চিকিৎসা সেবা শেষে ৪০ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য বাচাই করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*