নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় মিরসরাইয়ের করেরহাটে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্দ্যেগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এসএম আবুল হোসেন, সদস্য আবু সাঈদ চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, শফি মেম্বার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মামুন, সাহাব উদ্দিন,মহিউদ্দিন কিরণ, সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ খোকন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আরেফিন নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মামুন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়, করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসা, হাবিলদার বাসা উচ্চ বিদ্যালয়, অলিনগর উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।