
নিজস্ব প্রতিবেদক
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামীলীগের প্রার্থী গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সমর্থনে ব্যস্ত সময় পার করছে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। প্রতিক বরাদ্দের পর থেকে তারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক, গনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে ইউনিয়নের দক্ষিণ অলিনগর ও কাটাগাং দক্ষিণ পশ্চিম জোয়ার এলাকায় পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। পাড়া বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা স্বপন চৌধুরী।

যুবলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল আলম,

সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ মেম্বার, ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য ফেয়ার আহম্মদ মিন্টু সহ উভয় পাড়া বেঠকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
