মিরসরাইয়ের করেরহাট অভিযান ক্লাবের বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভিযান ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০১৮ শুক্রবার (২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ৷ ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শওকতের সঞ্চালনায় এবং সভাপতি সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, কাস্টমস ও বিভাগীয় কর্মকর্তা, সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম. আবুল হোসেন। এসময় অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনছুর আহম্মদ মুজিব, ৩ নং ওয়ার্ড মেম্বার শহীদ উল্লাহ।


আরো উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের সাবেক সভাপতি মোতাহের হোসেন, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদ, অভিযান ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক সজিব, অভিযান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, অভিযান ক্লাবের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ।


আলোচনা সভা শেষে জে,.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা-২০১৭ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, আন্তঃক্রীড়া এবং বহিঃক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপরই অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


ক্লাবের সভাপতি সোলেমান উদ্দিন বাদশা বলেন, অভিযান ক্লাব ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি ক্রীড়া, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিকসহ সমাজের অগ্রগতি সাধনের লক্ষ্যকে কেন্দ্র করে ধারাবহিকভাবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। তিনি যাদের অনুপ্রেরণা ও অকৃত্রিম সহযোগীতায় আজকের সুপ্রতিষ্ঠিত অভিযান ক্লাব তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত হয়ে উক্ত অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুরস্কার বিজয়ীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। যাদের সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*