মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মিরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেগে বর্ষবরণ ১৪২৫ উদযাপন করা হয়েছে। শনিবার ( ১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পান্ত ইলিশ খাওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিলো দেখার মত। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, সমাজ সেবক শিক্ষানুরাগী স্বপন চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন,

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও করেরহাট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি উত্তম শর্মা, উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীন রানা, পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর চেয়ারম্যান আলী আহছান, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও করেরহাট বাজার কমিটির সহসভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য শহীদ উল্লাহ,

আজাদ উদ্দিন, বেলাল হোসেন, উদয়ন ক্লাবের সহসভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য কামাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য তানভির হোসেন তপু,

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষ গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী আলা উদ্দিন তাহের সহ বিভিন্ন শিল্পীরা। সর্বশেষ লাকি কূপন ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*