মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল ত্রিপুরা পাড়া ক্রিড়া সংঘ কর্তৃক আয়োজিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ এপ্রিল)
সাইবেনীখিল ত্রিপুরা স্মৃতি রৌপ্য কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট মিরসরাই উপজেলা যুবলীগ নেতা তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম সাইফুল।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন মাদক ছেড়ে খেলাধুলায় আহবান করে এ খেলার আয়োজন করায় আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধবংস করে না ওই ব্যাক্তি পুরো পরিবার ধ্বংস করে দেয়। এ ধবংসের হাত থেকে রক্ষা পেতে মাদক ছেড়ে ভাল পথে আসতে হবে। তার জন্য দরকার খেলাধুলার। একজন যুবক যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী সদস্য মেজবাহ উদ্দিন মেজবাহ, মিরসরাই উপজেলা যুবলীগ নেতা রিয়াদ উদ্দিন রিয়াদ, বারইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামীম ওসমান ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যু্বকদের মাদকসহ বিভিন্ন খারাফ কাজ থেকে দুরে রাখে। তাই মাঝে মধ্যে এই ধরনের টূর্ণামেন্ট আয়োজন করা উত্তম। এখান থেকে ভালো ক্রিকেটার তৈরি হওয়ার পাশাপাশি সমাজে সংস্কারে ভূমিকা পালন করবে।