মিরসরাইয়ের চরশরতে মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) এর ভিত্তি প্রস্তর স্থাপন

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২ জুলাই) ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুমিরা আরাবিয়া মাদরাসার শিক্ষক মাওলানা রহমত উল্লাহ। স্থানীয় রাজনীতিবিদ আলী আহম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবা উল আলম, সাহিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান জিয়াউর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন পিংকু, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান, চরশরত মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবদুল খালেক প্রমুখ।

চরশরত মসজিদে আবু বক্কর ছিদ্দীক (রাঃ) মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবদুল খালেক জানান, মসজিদ আল্লাহর ঘর। সকলের সার্বিক সহযোগিতায় এটি তৈরির জন্য এগিয়ে আসতে হবে। তিনতলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজের জন্য ইতিমধ্যে ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবা উল আলম, সাহিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান জিয়াউর রহমান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*