
ঘূার্ণিঝড় ফনীর কারণে সৃষ্ট ঝড়ো বাতাসে গাছের ঢাল পড়ে আহত জাকিয়া বেগম (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।সে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বেদেপল্লীর মৃত মনা মিয়ার স্ত্রী।
গত শনিবার ভোরে গাছের ঢাল পড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবণতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।