নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা অখন্ড সংগঠনের উদ্যোগে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর কালী মন্দিরে বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে অনুষ্ঠিত যোগ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা অখন্ড সংগঠনের সভাপতি গোপাল চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন দে, সহ-সম্পাদক অসীম দত্ত, সাংগঠনিক সম্পাদক ক্ষুধিরাম দাস, সহ-কোষাধ্যক্ষ সুজন রায় প্রমুখ। আসন-মুদ্রা অনুশীলনে স্থানীয় এবং উপজেলার বিভিন্ন মন্দিরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আসন মুদ্রা পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন দে। এসময় তিনি যোগ আসনের বিভিন্ন উপকারিতার দিক তুলে ধরেন এবং উপস্থিত সকলের মাঝে বিভিন্ন আসন চর্চা করান।
