নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে দুইটি ট্রাকের সংঘর্ষে মো.অনিক খান (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকার মহামায়া গেইটে এ ঘটনা ঘটে। নিহত মো. অনিক খান ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার মৃত মো. হারুন খানের ছেলে। চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ঘটসাস্থ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল সরকার জানান, বৃহস্পতিবার চট্টগ্রামমুখী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৬১৫৪) নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রন হারানো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়ে ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে।