মিরসরাইয়ের দক্ষিণ ওয়াহেদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর (ডাকঘর) এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ডাকঘরের পূর্ব পাশে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয় ওই যুবক। শুক্রবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় এই দুর্ঘটনা ঘটে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুরে একটি ছেলে ট্রেন থেকে পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন পুর্বে একই ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মূমর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের নিয়ে যায়।

সীতাকুন্ড জিআরপি পুলিশের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৫ টার সময় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৬ টা নাগাদ মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় পৌঁছে। এসময় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। রাত সাড়ে ৮ টার সময় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের বিভিন্ন অংশে প্রায় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহতের ঘটনা ঘটে থাকে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*