নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মোঃ জাফর আহমদ কোম্পানী। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দি রবিউল হোসেনকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন।
জাফর আহমদ কোম্পানী উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের মৃত মজিবুল হক মিয়ার পুত্র। এরপূর্বে তিনি ওই বিদ্যালয়ের দাতা সদস্য, পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির অন্যতম পরিচালকের দায়িত্ব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন।
