নিজস্ব প্রতিনিধি…
মিরসরাইয়ের নারী মুক্তিযোদ্ধা আলো রানী বৈদ্য আর নেই। রোববার রাত ২ টার সময় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম বন্দরও মিরসরাই উপজেলার ১২ নং খইয়াছরা ইউনিয়নে অবস্থিত নিজ বাড়িতে রাষ্ট্রীয় গার্ড অব ওনার দেওয়ার মাধ্যমে শেষকৃর্তানুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়, সারাদেশে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেন মিরসরাই উপজেলা থেকে। আর সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন আলো রানী বৈদ্য। ১৯৭১ সালে নিজের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। মিরসরাই উপজেলা থেকে ১৯৭১ সালে দুই জন নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অন্যজন তার বড় বোন মধুমিতা বৈদ্য।
মিরসরাই উপজেলা থেকে দুইজন নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই দুজন নারী সম্পর্কে বোন। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন তাদেরকে সেবা করে সুস্থ্য করে তুলেছিলেন নারী মুক্তিযোদ্ধা আলো রানী বৈদ্য। আবার মাঝে মাঝে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতাও করেছেন।
সূত্রঃ মিরসরাইনিউজ টোয়েন্টিফোর ডটকম