মিরসরাইয়ের নাহেরপুরে পুকুরের পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে সাত বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার নাম আব্দুর রহমান। উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের জসিমের বাড়িতে এই ঘটনা ঘটেছে। রহমান ওই এলাকার জাকির হোসেনের বাড়ির নিজাম উদ্দিনের একমাত্র পুত্র। সে বারইয়ারহাট সামছুন-সালমা স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, বুধবার দুপুরে মাকে ফাঁকি দিয়ে রহমান পুকুরের পানিতে ডুবে যায়। পরে মা তাকে না পেয়ে এলাকাবাসী খোঁজ করে পুকুররের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে। পরে লোকজন তাকে মৃত উদ্ধার করে।

 

 

 

স্কুলের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহীন বলেন, আব্দুর রহমান মেধাবী ও অনেক শান্ত স্বভাবের ছেলে ছিলো। এভাবে সে চলে যাবে ভাবতে অনেক কষ্ট হচ্ছে।
দোয়া করছি আল্লাহ যেন আব্দুর রহমানের পরিবারকে এ কষ্ট সইবার শক্তি দান করেন।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মাওলানা নুরের ছাপা। বাদ মাগরিব নিহতের জানাযা সম্পন্ন হয়।

এদিকে একমাত্র আদরের পুত্রকে হারিয়ে পাগল প্রায় হতভাগ্য বাবা-মা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*