নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। কানের ডান পাশে কাধে কাটা দাগ রয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারের উপরে একটি আগর বাগানের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, রবিবার সকালে স্থানীয়রা নয়টিলা মাজারের উপরে আগর বাগানের সড়কের উপর জোরারগঞ্জ থানাকে একটি অজ্ঞাত লাশ পাওয়া কথা জানায়। পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে। লাশের পরণে লুঙ্গি ও বেগুনি রঙ্গের ফুল শার্ট ছিল। এছাড়া শার্টের ভেতরে শুয়েটার ছিল। ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক ৬ ইঞ্চি।
এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।