
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ৫শ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বারইয়ারহাট ট্রাফিক মোড় থেকে তাদের আটক করা হয়েছে। তার নাম আমিন শিকদার (২৩)। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়ালী গ্রামের আবুল কালাম শিকদারের পুত্র।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট ট্রাফিক মোড় এলাকায় ইয়াবা পাচারের খবর পায় পুলিশ। পরে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম আমিন শিকদারকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাসি করে কালো পলিথিন মোড়ানো একটি প্যাকেটে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। আমিন শিকদার ইয়াবাগুলো নড়াইল নিয়ে যাচ্ছিল বলে পুলিশ কে জানায়।