মিরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রেহানা আক্তার (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে বারইয়ারহাট পৌর বাজারের রেল ক্রসিংয়ের উত্তর পাশে এই ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু উপজেলার করেরহাট ইউনিয়নের নলখোঁ ঘেড়ামারা এলাকার জোনাব আলীর স্ত্রী ও একই ইউনিয়নের আদর্শ গ্রামের ফয়েজ আহম্মদের মেয়ে। নিহত রেহানা আক্তারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদোষী কামরুল হাসান ও আলমগীর হোসেন জানান, রেহানা আক্তার বারইয়ারহাটে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়। দুর্ঘটনার পরপরই স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুন্ড ফাঁডির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে এক মহিলা মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার পুর্বে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
প্রসঙ্গত, বারইয়ারহাট রেল ক্রসিং ও আশপাশের এলাকায় গত এক বছরে অন্তত ১০জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*