মিরসরাইয়ের বারইয়ারহাটে ঠিকাদারের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শেখ জাহির এক ঠিকাদার। তিনি উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের বাসিন্দা। রবিবার (২৪ জুন) বিকালে বারইয়ারহাট পৌরসভার ধাঁনসিড়ি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ঠিকাদার শেখ জাহির জানান, বারইয়ারহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছমির মুহুরী সড়কের কাজ পেয়েছেন তিনি। তিনি কাজ করতে গেলে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের বদিউল আলমের ছেলে টিপু আলম মিলন কাজের মান ভালো হচ্ছে দাবি করেন। তিনি টিপু আলম মিলনকে বিষয়টি পৌর ইঞ্জিনিয়ারকে লিখিত অভিযোগ দিতে বলেন। কিন্তু টিপু আলম মিলন অভিযোগ না করে কাজের শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এসময় তিনি প্রতিবাদ করলে তাকে দেখে নেয়ার হুমকী প্রদান করে। পরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না হলে মাদক ব্যবসায় জড়িয়ে টিভিতে সংবাদ প্রচারের হুমকী দেন। এছাড়া টিপু আলম মিলন নিজেকে বৈশাখী টিভির পরিচালক পরিচয় দেয় বলে দাবি করেন জাহির উদ্দিন। তিনি আরো বলেন, চাঁদা না দেওয়ায় গত ২২ জুন রাস্তার কাজে ব্যবহৃত এক টন রড ও ৮০ বস্তা সিমেন্ট নিয়ে গেছে। তিনি জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে টিপু আলম মিলন জানান, শেখ জাহিরকে তিনি চেনেন না। তাই চাঁদাবাজির প্রশ্নেই উঠে না। তবে তার ভাইয়ের বিরুদ্ধে বৈখাশী টিভিতে সংবাদ প্রচার করায় শেখ জাহির তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বলে তিনি দাবি করেন।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, ঠিকাদার শেখ জাহিরের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*