নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ধারী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০সেপ্টেম্বর) পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজারের উত্তর প্রান্তের ইউটার্ন এলাকা থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইউসুফ (৩০) জেলা- বরগুনা , আসাদুজ্জামান খান (৩০) জেলা-ঝালকাঠি এবং মোঃ আলমগীর(৩০) জেলা-শরীয়তপুর। এসময় ওই ভুয়া পুলিশদের বহনকারী প্রাইভেটকার তল্লাশি করে একটি দেশীয় তৈরী এল জি, তিন রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, ০২ টি ডিবির জ্যাকেট(কোটি) ও তিনটি মোবাইল উদ্ধার করে পুলিশ জব্দ করা হয় প্রাইভেটকারটি।
জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের বিভিন্ন জায়গায় মানুষকে পুলিশ পরিচয়ে ভয় দেখিতে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অনেকের কাছ থেকে ডিবি পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন একাধিক ভূক্তভোগী।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান(পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোজাম্মল হক(পিপিএম) সেকেন্ড অফিসার মোঃ আবেদ আলী পি এস আই মোঃ আলমগীর হোসাইন সহ সঙ্গীয় ফোর্স বারইয়ার হাট উত্তর মাথায় ইউ টার্নের পশ্চিম পাশে ঢাকা মুখী রাস্তার উপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ওই তিনজনকে অস্ত্র, ডিবি পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাপসহ করা হয়েছে।
