মিরসরাইয়ের বিএসআরএম গেইটে যাত্রীবাহী বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বিএসঅারএম গেইটে যাত্রীবাহী বাস ও সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ২৭ জন। হতাহত সাবাই বাস যাত্রী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, বাস চালক আবুল হোসেন (৪৫), খায়রুল ইসলাম (৩৪) ও আশরাফ (৪২)। তাদের মধ্যে আশরাফ কুমিল্লা নাজির খান্ধি মুরাদ নগর গ্রামের খুরশিদ আলমের ছেলে। অন্যান্য হতাহতদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ শফিকুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল যাত্রীবাহী প্রান্তিক পরিবহনের একটি বাস (চট্টমেট্রো ব ১১–২৪৩২)। বাসটি মিরসরাইয়ের সোনাপাহাড় বিএসআরএম এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রান্তিক পরিবহনের চালক আবুল হোসেন ( ৪৫ ) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খায়রুল ইসলাম (৩৪) নামের আরেক বাস যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আশরাফ ৪২ নামে আরো একজন। মস্তাননগর হাসপাতালের চিকিৎসক ডাঃ লিটন জানান, আহত ২৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৯ জনকে নিয়ে আসা হলে তাদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরো ৭ জন চিকিৎসাধীন আছে বলে জানান। তারা হলেন, ফয়সাল ১৯, সোহেল ২৫,খন্দকার ৩৫, রাজু পাল ২৯, গীতা রাণী পাল ৬০, সোনিয়া আক্তার ২০, শিশু জান্নাত। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*